পবার চরাঞ্চলের শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চরাঞ্চলের শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে পবা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় হরিয়ান ইউনিয়নের পবার চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শীতার্ত নারী-পুরুষ কম্বল নিতে তালাইমারি বালুরঘাটে এসে উপস্থিত হন।

পবার চরাঞ্চলের হাড় কাঁপানো এই শীতে কম্বল পাওয়ার তালিকায় ছিলেন এতিম, বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র চরাঞ্চলে পিছিয়ে পড়া শীতার্ত মানুষ। নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন পবার চরাঞ্চলের শীতার্ত মানুষেরা।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির ও হরিয়ান ইউপি চেয়ারম্যান জেবর আলী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হরিয়ান ইউনিয়নের মেম্বার ও পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নাজমুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ