রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবা উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মো. সোহরাব হোসেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।
এরআগে, জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া অভিজিত সরকার, সহকারী কমিশনার (ভূমি) পবা মো. জাহিদ হাসান।
পবার নবযোগদানকৃত ইউএনও মো. সোহরাব হোসেন ৩৪তম বিসিএস (প্রশাসন)- এর একজন কর্মকর্তা। পবায় যোগদানের আগে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে কর্মরত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন জানান, সকলের সহযোগিতায় পবা উপজেলাকে আরো সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। পবা উপজেলা প্রশাসনকে অধিকতর জনবান্ধব,কল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।এসময় তিনি আরো বলেন সরকারি সকল সেবা সম্প্রসারণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা সকল সরকারি কর্মকর্তাগণের পবিত্র দায়িত্ব।আমরা সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য, পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাতকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এবং কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনকে পবা উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।