শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
পবা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহরাব হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা পরীক্ষা কেন্দ্র সচিব শিক্ষক নেতৃবৃন্দ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহরম আলী খান, কেন্দ্র সচিব ও নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, কেন্দ্র সচিব ও দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী, কেন্দ্র সচিব ও বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আফছার আলী, মাসকাটা দিঘী স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক আখতার হাসান, কাশিয়াডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, হরিপুর চৌধুরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান চৌধুরী, বড়গাছি কুটিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দ কুমার পাল, ভালাম উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সমসাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, আপিনেপালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী প্রমুখ।