পবার পারিলা ইউপির জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে জনসচেতনতামূলক সভা

আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।। সোমবার (১৪ অক্টোবর) সকালে পারিলা ইউনিয়ন পরিষদে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী।

সভায় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুলাহিল কাফি।

এসময় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের (এসসিজি) প্রকল্প সমন্বয়কারী মো. আখতারুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মো. হাফেজ নূরুজ্জামান বাবু, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি রিংকি।

উল্লেখ্য, এসসিজি- প্রকল্পটি বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট (ইউএসডিওএস) এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মেয়াদ ২০ মাস। এর মূল উদ্দেশ্য হলো- জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সামনে প্রকল্প সম্পর্কে অবহিত করা।

পাশাপাশি লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সমস্যাসমূহ সকলের সামনে উপস্থাপন করে বিভিন্ন সেবা প্রাপ্তিতে তাদের সহযোগিতা করা। এর ফলে হিজড়া জনগোষ্ঠীর সদস্যবৃন্দ পারিবারিক অধিকার, মানবিক অধিকার, আইনি সহায়তা সহ গ্ৰাম্য আদালতের সুযোগ সুবিধা পেতে সক্ষম হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ