পবার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:পবা উপজেলার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মকসেদ আলী। এতে সভাপতিত্ব করেন বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান।

এসময় মাসুদ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দিন মোল্লা, আব্দুল মালেক, দারেস আলী, লাবনী খাতুন, নওহাটা পৌর মহিলা
যুবলীগের সভাপতি আলেয়া বেগম।

উল্লেখ্য, এবছর বায়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ