পবার ‘ভূমির পাঠশালা’য় ভূমি বিষয়ক প্রশিক্ষণ নিলেন উপজেলার সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যবৃন্দ

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবায় স্মার্ট নাগরিক তৈরি করার প্রয়াসে প্রশিক্ষণ গ্রহণ করেছেন- উপজেলার প্রেসক্লাবের সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যবৃন্দ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলা ভূমি অফিস চত্বরে অবস্থিত এই ‘ভূমির পাঠশালা’য় এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।



প্রশিক্ষণের শুরুতেই ‘ভূমির পাঠশালা’র লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। তিনি জানান, ‘ভূমির পাঠশালা’ স্মার্ট ভূমি সেবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এর মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের ভূমি সংক্রান্ত সামগ্রিক জ্ঞান প্রদান করা। আর এর মাধ্যমে তাদের ভবিষ্যতে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা।
তিনি আরো বলেন, ভূমি নিয়ে মানুষের ভোগান্তি সৃষ্টির শুরু থেকেই। আর বাংলাদেশে অধিকাংশ পরিবারেই ভূমি সংক্রান্ত জটিলতা রয়েছে। অথচ এই ভূমি নিয়েই মানুষের জ্ঞানচর্চা সবচেয়ে কম। তাই ‘ভূমির পাঠশালা’ ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও জমির ক্রেতা ও বিক্রেতার করণীয় বিষয়ে আলোচনা করেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইকবাল আহমেদ, ভূমির রেকর্ড-নকশা সম্পর্কিত আলোচনা করেন সার্ভেয়ার বিপুল চন্দ্র সাহা এবং নামজারি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অফিস সহকারী ইমরুল কাশেম।

প্রশিক্ষণ শেষে ডাসকোর যুক্ত প্রকল্পের প্রোগ্রাম কোর্ভিনেটর এনামুল হক খান বলেন, নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের মাধ্যমে নারী অধিকার ও সুশাসন শক্তিশালী করনে তরুণ সমাজ যুক্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যুক্ত প্রকল্পের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

তারই ধারাবাহিকতায় সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের নাগরিক সমাজ সংগঠনের সাথে সম্পর্ক উন্নয়ন এবং স্থায়ীত্বশীল লিংকেজ তৈরি করার জন্য ত্রৈমাসিক সংলাপের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী ভূমি সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং হয়রানি দূর করে স্থানীত্বশীল সম্পর্ক তৈরির জন্য পবা উপজেলা ভূমি অফিসের সাথে গণতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ