বুধবার, ২১ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহীতে বাংলাদেশ ক্রিড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস ও পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের সহযোগিতায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) পবা যুব ইন্নয়ন ক্লাব মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রিড়া পরিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা কবি কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এনামূল হক, পবা হাট রামচন্দ্রপুর কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, পবা ইউপি পারিলা বারীর চেয়ারম্যান সাইফুল বারী। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, ঢাকা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন। প্রতিযোগিতা পরিচালনা করেন, আব্দুর রোকন মাসুম।