শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি, আলোচনা সভা, অগ্নি নির্বাপন মহড়া ও দুর্যোগ বিষয়ক লেটো আলকাপ গানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিত সরকার, দামকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। অনুষ্ঠান পরিচালনা করেন পবা উপজেলা বিআরডিবি’র কর্মকর্তা সামশুন্নাহার। উপস্থিত ছিলেন উপজেলা বিএমডিএ’র কর্মকর্তা প্রকৌশলী এসএম জাহাঙ্গীর, দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থীবৃন্দ।