মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
জেলা গোয়েন্দা পুলিশ রাজশাহীর পবা উপজেলার দুয়ারি থেকে গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সাইফুর রহমান লিটন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। লিটন নগরীর উপকণ্ঠ ভুগরইল এলাকার সাইদুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পবার দুয়ারি এলাকায় অভিযান চালানো হয়। এসময় লিটনের শরীর তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লিটনের বিরুদ্ধে সংশ্লিষ্ট পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আগামিকাল (মঙ্গলবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।