বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।
উল্লেখ্য, উন্নয়ন মেলায় ১৩টি স্থানীয় সরকারের আওতাভুক্ত প্রতিষ্ঠান সরকারের উন্নয়ন ও উদ্ভাবনী বিষয়ে প্রদর্শনীতে অংশ নেন। মেলায় যৌথভাবে প্রথম হয়েছে উপজেলা প্রকৌশলী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দ্বিতীয় হয়েছে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ ও তৃতীয় হয়েছে কাটাখালী পৌরসভা পেয়েছে সম্মাননা স্বারক। এছাড়াও নওহাটা পৌরসভাসহ হরিপুর, বড়গাছী, পারিলা, দামকুড়া, হরিয়ান, দর্শনপাড়া, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: শাহীনুল হক, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, নওহাটা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আজিজুল হক, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পারিলা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মোরশেদ, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সদস্য, সচিব, উদ্যোক্তা, আনসার সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।