শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবায় অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে নাজমুল ইসলাম বাবু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পবা উপজেলার রহমান কোল্ডস্টোরেজ মোড় থেকে একটি অটোরিকশা ও ফেন্সিডিলসহ বাবুকে গ্রেফতার করা হয়। বাবু রাজশাহীর চারঘাট উপজেলার পাসুন্দিয়া গ্রামের মৃত ইনসার আলীর ছেলে।
পবা থানার এসআই উজ্জ্বল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে পুলিশের একটি বিশেষ টিম রহমান কোল্ডস্টোরেজ মোড়ে অবস্থান নেয়। এসময় নওগাঁ থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। অটোরিকশার ব্যাটারি বক্সে অভিনব কায়দায় লুকানো রাখা ২১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় অটোরিকশায় থাকা অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এসআই উজ্জ্বল আরো জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী বাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।