পবায় সামাজিক বনায়নের লভ্যাংশ পেলেন নওহাটা পৌরসভাসহ ৩৬ উপকারভোগী

আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


পবা উপজেলা বন বিভাগের ২০০৩-২০০৪ সালের দুয়ারি-সুইচ-গেট হতে তেঘর-সুইচ-গেট পর্যন্ত ৭ কি.মি. বাঁধ বাগান প্রকল্পের সামাজিক বনায়নের লভ্যাংশের চেক বিতরণ করা হয়। সেই সময় করা ৭ হাজারটি গাছের বনায়নের বিপরীতে নওহাটা পৌরসভাসহ ৩৬ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছিল।

এসব বনে উৎপাদিত গাছ বিক্রি করে মিলেছে ১৫ লাখ ৯০ হাজার ৭শো টাকা। ১০ শতাংশ টাকা পরবর্তী বনায়নের জন্য গচ্ছিত রেখে বাকি ৫৫ শতাংশের ৯ লাখ ৫৪ হাজার ৩৯৫ টাকা ৩৬ জন উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করা হয়েছে।

এসময় সভাপতি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

এ বিভাগের অন্যান্য সংবাদ