বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্যে, অগ্নিসংযোগ, অবরোধ এবং অপরাজনীতি চলছে। রাজশাহীর পবায় বিএনপি-জামায়াতের এসব কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী পবা উপজেলা কৃষক লীগের সাথে মতবিনিময় সভা করেন ।
এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্যে, অগ্নিসংযোগ এবং অপরাজনীতির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিক নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে জাতীয় দিবসসহ সকল কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান।
আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস জাতীয় জীবনে এক শোকাবহ দিন। গভীর শ্রদ্ধার সাথে সকল শহীদদের স্মরণ করে তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ.এইচ.এম কামারুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় স্বাধীনতা বিরোধী ঘাতকচক্রের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। জাতীয় ৪ নেতার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, জেলা কৃষক লীগের সহ-প্রচার সম্পাদক ইউসুফ চৌধুরী, সদস্য মাসুম আলম, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস কুদ্দস, সহ-সভাপতি সুজন কবির, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।