রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পবা উপজেলা বিএনপির উদ্যোগে হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে দারুশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি সদস্য মো. রায়হানুল আলম রায়হান।
এসময় পবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন হাবিব এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলী হোসেন।
উল্লেখ্য, ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় শিক্ষক, আইনজীবি, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় জেলা তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো মজিবর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য তাজমুল তান টিটু, কাটাখালি পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক নাজমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের আহ্বায়ক মিলন হোসেন, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, নওহাটা পৌর কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা প্রজন্ম একাত্তর দলের আহ্বায়ক মিলন প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পবা উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।