বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান পরিস্থিতিতে পবা ও মোহনপুর উপজেলার জনপ্রতিনিধি ওআওয়ামী লীগের নেতৃবৃন্দে সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (৩ আগস্ট) রাত ৮টায় নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক মেয়র দলীয় নেতাকর্মীদের মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তির।
সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বির, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, পবা উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, মোহন উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত সৈকত।