রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:মহানগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হোসেন নগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় রাজশাহী আদালতের একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি দেলোয়ার হোসেন পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো. সোহরাওয়ার্দী হোসেন’র নেতৃত্বে এসআই এস.এম আসিব নাসিব ও তাদের টিম আজ ১৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২.৪৫ টায় অভিযান পরিচালনা করে আসামি দেলোয়ার হোসেনকে পূর্ব পুঠিয়াপাড়া হতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।