শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা থানার মাড়িয়া এলাকার এক বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সুমন আলী (২৮) নামের এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সুমনের বাবার নাম আবুল কাশেম। চুরির ঘটনায় সুমন পবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে সুমন ও তার বাবা মসজিদে নামাজ পড়তে যান। তখন সুমনের স্ত্রী তার নিজের ঘরে ছিলেন। আর সুমনের মা রান্না করছিলেন রান্নাঘরে। নামাজ শেষে দুপুর ২টার দিকে সুমন ও তার বাবা বাড়ি গিয়ে দেখতে পান, সুমনের বাবা যে শয়ন কক্ষে থাকেন সে কক্ষের ওয়ারড্রপের ড্রয়ার খোলা। তাৎক্ষনিক তারা গেস্ট রুমে গিয়ে দেখেন সেখানকার আলমারিও খোলা।
এ সময় তারা দেখেন, সুমনের বাবা-মায়ের ঘরের ওয়ারড্রপের তালা ভেঙ্গে ড্রয়ার থেকে সোনার ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের আড়াই ভরি সোনার গয়না ও গেস্ট রুমের আলমারিতে থাকা নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। সুমন তদন্ত করে চোর শনাক্ত এবং চুরি করা নগদ টাকা উদ্ধারের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন। চোর শনাক্তে পুলিশ কাজ করছে বলে থানা পুলিশও জানিয়েছে।