শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন । সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন তিনি। এরপর তিনি সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন।
এসময় তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শনে এসে দপ্তরের ফাইলপত্র দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন। সেই সাথে তিনি ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে আসা সেবাপ্রাপ্তিদের সঠিক সময়ের মধ্যে সেবা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো জাহিদ হাসান, উপজেলা সাব-রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকা, উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক মনিরুজ্জামান দুলাল প্রমুখ।