পবিত্র আশুরা আজ. নগরীতে বের হবে তাজিয়া মিছিল

আপডেট: জুলাই ৬, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


পবিত্র আশুরা আজ। আশুরা শব্দের অর্থ দশম। সৃষ্টির শুরু থেকে নানা ঘটনার কারণে হিজরি মহররম মাসের দশম দিনটি তাৎপর্যপূর্ণ। সবশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবি হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত হোসাইন (রা.)-এর শাহাদত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমাময় অনুষজ্ঞ।

এ দিনটিতে মুসলমানরাও নামাজ-রোজাসহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। বের করা হয় তাজিয়া মিছিল। বিভিন্ন মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর এদিন থাকে সরকারি ছুটি।
রাজশাহীতেও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর পালন করা হয় পবিত্র আশুরা। এবছর ব্যতিক্রম না। রোববার (৬ জুলাই) সকালে রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী থেকে শহীদ কামারুজ্জামান চত্বর, উপশহর এলাকাসহ থেকে বিভিন্ন সাজে তাজিয়া মিছিল বের করবে বিভিন্ন ধর্মীয় সংগঠন।

এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল, পথসভা, মোনাজাত ও চলচ্চিত্র প্রদর্শনী করে। সকাল ৯ টার দিকে মহানগরীর শিরোইল কলোনী থেকে মহরম আশুরা উদযাপন কমিটি মাওলা ইমাম হুসাইনসহ (আ.) শহীদের শোকের স্মরণে র‌্যালি বের করে। এর মধ্যে দরবারে মা খাতুনে জান্নাত (র.) তরিকায়ে নকশাবন্দীর আশুরা উদযাপন কমিটি নগরীর শিরোইল কলোনী থেকে তাজিয়া মিছিল বের করে। এছাড়াও উপশহর শিয়া মসজিদ থেকেও বের করা হবে তাজিয়া মিছিল। সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতও করবেন।

অপরদিকে, শনিবার রাতে এশার নামাজ আদায়ের পর দরগা শরীফসহ বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির-আজগার এবং বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মধ্যদিয়ে রাত্রী যাপন করেন।
পবিত্র আশুরার পবিত্রতা রক্ষা ও সহিংস ঘটনা এড়াতে মহানগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থেকে বিশেষ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরএমপি কমিশনারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আশুরার দিন রাজশাহী মহানগরী এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ ক্ষতিকারক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ থাকবে। এছাড়া হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, যেমন তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য ও অন্য কোনো ক্ষতিকর সামগ্রী বহন এবং তাজিয়া ও শোক মিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো বা আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা ও বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে অতিরিক্ত উচ্চতর নিশান বা ধাতব বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version