নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরীর শিরোইল কলোনির বায়তুল মামুর জামে মসজিদ থেকে ধর্মীয় শোভাযাত্রাটি বের হয়। নগর গাউছিয়া কমিটি এ আয়োজন করে।
শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দরগাপাড়ায় হযরত শাহ্মখদুম রূপস (র.) এর মাজারে গিয়ে শেষ হয়। সেখানে হযরত শাহখদুম রূপস (র.) এর মাজারে চাদরপুসি, পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।
এসময় সমগ্র মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন- শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আতাউল মোস্তাফা কাদেরী।
শোভাযাত্রা শেষে শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদে ফিরে মিলাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়।
এছাড়া, পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য তুলে ধরে ফজরের পর থেকে নগরীর মসজিদে মসজিদে বয়ান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।