মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী-৬আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ভোট দিলেন আড়ানী পৌরসভার রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮:৩০ টার দিকে তার নিজ কেন্দ্রে ভোট দেন।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৪২। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮৫৯ ও নারী ভোটার ১ হাজার ৯৮৩। এ কেন্দ্র বুথ সংখ্যা ৯টি। এরমধ্যে অস্থায়ী ২টি। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছে সোনালী ব্যাংক চারঘাট শাখার সিনিয়র অফিসার আরিফুল ইসলাম। আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন এসআই আলমগীর হোসেন।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারের উপস্থিতি ভাল মনে হচ্ছে। ইতোমধ্যেই শতাধিক ভোট পড়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট দিয়ে চলে গেছেন।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, আমি নিজের ভোট দিলাম। আশা করছি, আমার মতো ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন। কোনো কেন্দ্রে নির্বাচন নিয়ে সহিংসতা ঘটার কোনো সম্ভাবনা নেই। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হবে বলে আমি আশা করছি।