পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শুভেচ্ছা জানান সমর্থনকারী জাতীয় পার্টির প্রার্থী রিন্টু

আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিজয়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয় পার্টির প্রার্থী সামসুদ্দিন রিন্টু। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাঘা উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের নিজ বাড়িতে গিয়ে তিনি এই ফুলের শুভেচ্ছা জানান।

ভোটের প্রচারণার শেষ মুহূর্তে এক নির্বাচনি মঞ্চে দাঁড়িয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির এই প্রার্থী। এরপরও ব্যালট পেপারে তার প্রতীক থাকায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮৯৮ ভোট। এ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি চতুর্তবারের মতো নৌকা প্রতীকে ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

এছাড়া অন্য প্রার্থীদের এধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য রাহেনুল হক রায়হান স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকে ৭৪ হাজার ২৭৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মহসিন আলী (আম) পেয়েছেন ৪৮২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের জুলফিকার মান্নান জামী (মশাল) পেয়েছেন ২০২ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ (নোঙ্গর) পেয়েছেন ২৯০ ভোট। তবে নির্বাচনের আগে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে প্রার্থী থেকে সরে গিয়েছিলেন।

এ আসনে ১১৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৫২৭ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫২৭ ও মহিলা ১ লাখ ৬৯ হাজার ৯৯৯।