শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:
Windows-এর অপারেটিং সিস্টেমগুলো গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) হওয়ায় এখন আর সাধারণ ব্যবহারকারীদের কমান্ড লাইন ইন্টারফেস বা কমান্ড প্রম্পট ব্যবহার করতে হয়না বললেই চলে, তবে যারা ডেভেলপমেন্ট-এর কাজের সাথে জড়িত তাদের প্রায়ই এই টুলটির আশ্রয় নিতে হয়। আজকের টিপসটি মূলত ডেভেলপারদের জন্যই, তবে সবার জানাতে কোন ক্ষতি নেই।
টিপসটি মজার। তা হলো কমান্ড প্রম্পট-এর একঘেয়ে সাদা-কালো ইন্টারফেস থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে ইচ্ছা করলেই আমরা এই কালার পরিবর্তন করতে পারি। কমান্ড প্রম্পট-এর কালার চেঞ্জ করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন –
১. প্রথমে Windows সার্চ ব্যবহার করে cmd চালু করুন।
২. এরপর color help অথবা color [attr] ) লিখে enter দিন। দেখবেন ০ থেকে ৯ ও A থেকে F পর্যন্ত অনেকগুলি কালারের কোড বা option দেখাবে।
৩. যে কালারটি পেতে চান সেটি অনুযায়ী কমান্ড দিন, যেমন color a বা color ২, এবং এন্টার চাপুন। দেখবেন কমান্ড প্রম্পট-এর টেক্সট কালার (text color) পরিবর্তন হয়ে গেছে।
৪. আবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে color fc লিখুন। এখানে f হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর c হচ্ছে ফোরগ্রাউন্ড বা টেক্সট কালার।