পরিবারের ৪২ সদস্যনহ নিহত ফিলিস্তিনি সাংবাদিক

আপডেট: নভেম্বর ৮, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


গাজা শহরের কাছে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহা. আবু হাসিরা তার পরিবারের ৪২ জন সদস্যের সঙ্গে নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা ওয়াফা মঙ্গলবার (৭ নভেম্বর) প্রতিবেদনে উল্লেখ করেছে, রোববার ও সোমবারের মধ্যে রাতভর তার বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনির বোমা নিক্ষেপ চলে।

হামাসের প্রেস সার্ভিস বলছে, ধ্বংসস্তূপ থেকে আবু হাসিরার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৭ অক্টোবর গাজা-ইসরায়েল সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৭ সংবাদকর্মি নিহত হয়েছেন। হাসিরা তাদের মধ্যে সর্বশেষ সাংবাদিক। সংবাদমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী কমিটি টু প্রটেক্ট সোমবার (৬ নভেম্বর) এ খবর জানিয়েছে।
সিপিজে জানিয়েছে, এর মধ্যে ৩২ জন ফিলিস্তিনি সাংবাদিক, ৪ জন ইসরায়েলি ও একজন লেবানিজ রয়েছেন।

২৫ অক্টোবর ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল দাহদুহর পরিবারের সদস্যদের প্রাণ যায়। স্ত্রী, পুত্র, কন্যা নাতিসহ আরো ৮ আত্মীয়।

ইসরায়েল বলছে, ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় ১ হাজার ৪শো জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বিধ্বংসী বোমা হামলা চলছে।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় ১০ সহস্রাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে, যার এক তৃতীয়াংশই শিশু। গাজা কর্তৃপক্ষ এমনটি দাবি করছেন। চলমান সংঘাতে ঘরছাড়া হয়েছে দেড় লাখ বাসিন্দা।

তথ্যসূত্র: বাংলানিউজ