পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে ডাস্টবিন বিতরণ

আপডেট: মার্চ ২৮, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডে রি-থিংক আয়োজনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সহযোগীতায় ও ব্রিটিশ কাউন্সিল এর আর্থিক সহযোগীতায় পরিবেশ দুষণ রোধ ও পরিচ্ছনতার অভ্যাস গড়ে তোলার লক্ষে ৫নং ওয়ার্ডবাসীদের মাঝে উন্নত মানের ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাস্টবিন বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনে ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। ব্রিটিশ কাউন্সিল এর ক্লাইমেট কানেকশন প্রকল্পের অধিনে ‘নিজ আবাস পরিস্কার রাখি, ডাস্টবিন ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫নং ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ নির্মাণে রি-থিংক সহায়তায় বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষে ওয়ার্ডবাসীদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন, রাসিক ৫নং ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই ওয়ার্ডকে সব সময় ময়লা-আবর্জনামুক্ত রেখে এর সৌন্দর্য বজায় রাখতে হবে। এ জন্য ওয়ার্ডবাসীসহ প্রতিটি নাগরিককে সতেষ্ট থাকা দরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনিরুল ইসলাম সবুজ। অনুষ্টানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পারভেজ আলম, অব. ডিজিএম সোনালী ব্যাংক লি. মনোয়ার হোসেন সেলিম, ওয়ার্ড আওয়ামী লীগ সধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, রি-থিংক কো-অর্ডিনেটর জিহাদুল ইসলাম, সুরাইয়া খাতুন ইমু, রাজীব আহমেদ, ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া, এনজিও কর্মী জাকারিয়া আখন্দ, সমাজসেবক শাসসুল খান প্রমুখ। একটি ডাস্টবিনে পচনশীল দ্রব্য ও আরেকটি ডাস্টবিনে অপচনশীল দ্রব্য রাখার নির্দেশনা দেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ২০০ ডাস্টবিন দেওয়া হয়েছে পরবর্তীতে এর পরিধি আরো বাড়ানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ