এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে ছিল মোবাইল ফোন-ব্লুটুথ হেডফোন, পরীক্ষার্থীকে বহিস্কার

আপডেট: মার্চ ৩, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে ১ এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। রোববার (৩ মার্চ) রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে।
কেন্দ্র-সচিব ড. নূরজাহান বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, এসএসসি পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী হতে মোবাইল ফোন ও ১টি ব্লুটুথ হেডফোন পায়া যায়। এসব ব্যবহার করে পরীক্ষায় সে অসদুপাই অবলম্বনের চেষ্টা করেছিলো। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত পরীক্ষার্থী রাজশাহীর প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এটি রাজশাহীর একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ছিল।
রাজশাহী বিভাগের ৮ জেলার মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৮২ হাজার ৮৭৬ জন। এরমধ্যে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৮১ হাজার ৪৪৪ জন। এদিন শুধু কেবল ১ জনকে বহিষ্কার হয়েছে। অনুপস্থিত ছিলো ১ হাজার ৪৩২ জন।

রাজশাহীর আট জেলার ২৬৬টি কেন্দ্রে এদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ