পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার || দুর্গাপুরে দুই অফিস সহায়কের অর্থদণ্ড

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি


দুর্গাপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই অফিস সহায়কের অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ইংরেজি পরীক্ষা চলাকালে ফোন রাখার অপরাধে তাদের জরিমানা করা হয়।
জানা যায়, রোববার মাদরাসার শিক্ষা বোর্ডের অধীনে দুর্গাপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলছিলো। এসময় দুই অফিস সহায়ক জয়নাল আবেদীন (৪০) ও রাকিব উদ্দিন (৪৫) ওই মাদরাসার কেন্দ্রে মধ্যে অবৈধভাবে মোবাইল ফোন কাছে রাখে। পরীক্ষা চলার সময়ে কেন্দ্রের মধ্যে অবৈধভাবে মোবাইল ফোন কাছে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম খান তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অফিস সহকারী জয়নাল ও রাকিব পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে প্রত্যেকের কাছে থেকে ১ হাজার টাকা করে অর্থদ- করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম খান।