পর্দা উঠপঠভ বাণিজ্য মেলার

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ২:০০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে বাণিজ্য মেলার ২৮তম আসরের উদ্বোধন করেন।

সোনার দেশ ডেস্ক :


সংসদ নির্বাচনের জন্য পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২১ জানূয়ারি) সকালে মেলার ২৮তম আসরের উদ্বোধন করেন। গত দুই আসরের মত এবারো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চিন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধন ঘোষণা করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের এখন আর রাজনৈতিক না, কূটনীতি হবে অর্থনৈতিক। আমাদের প্রত্যেকটা কূটনৈতিক মিশনে এই মেসেজ দিয়েছি। ব্যবসা-বাণিজ্যের প্রসার কীভাবে আমরা ঘটাবো, সেটার উপরে আমাদের কূটনৈতিক মিশনগুলো কাজ করছে, কাজ করবে। সেটাই আমরা চাচ্ছি।’

রপ্তানি বাড়াতে পণ্যের বৈচিত্র্য আনা এবং নতুন বাজার খোঁজার বিষয়ে তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান।
সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম এ সময় উপস্থিত ছিলেন।

সাধারণত বছরের প্রথম দিন মেলা শুরু হলেও এবার সংসদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ের ২০ দিন পর মেলা শুরু হল। দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আসরের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন এবারের মেলায়। প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল, রেস্তোরাঁ মিলিয়ে ৩৫১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে, যা গতবছর ৩৩১টি ছিল
এবারের মেলায় স্টলের সংখ্যার পাশাপাশি বেড়েছে দর্শনার্থীদের প্রবেশমূল্যও। গতবছর সাধারণ দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশমূল্য ৪০ টাকা এবং ১২ বছরের কম বয়সিদের জন্য ২০ টাকা ছিল। যা এবার বেড়ে যথাক্রমে ৫০ টাকা ও ২৫ টাকা করা হয়েছে।

মেলার প্রবেশদ্বার তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আদলে। প্রবেশ ফটকের সামনের দিকে পদ্মা সেতু, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, মেট্রোরেলের আদলে প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। এছাড়া মেলায় থাকছে বঙ্গবন্ধু কর্নার।
প্রদর্শনী কেন্দ্রের ১৪ হাজার ৩৬৬ বর্গমিটার আয়তনের দু’টি হল ছাড়াও সামনে ও পেছনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল নির্মাণ করা হয়েছে।
মাসব্যাপি এ মেলা আগের মতোই সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ