শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রোববার (৭ জানুয়ারি) উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
মমতাকে উদ্দেশ্য করে সুকান্ত মজুমদার বলেন, বাংলাকে মুখ্যমন্ত্রী দেশের বাইরে নিয়ে যেতে চাইছেন কিনা, সেটাই বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশ করার একটা চক্রান্ত চলছে। আমরা সেই চক্রান্ত রুখবো।
শুক্রবার (৫ জানুয়ারি) দক্ষিণ ২৪ পরগনা জেলার সন্দেশখালী সরবেরিয়া রেশন দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে আহত হন তিন ইডি কর্মকর্তা। প্রাণভয়ে ওই এলাকা থেকে পালিয়ে যান তারা। এই ঘটনার পর থেকেই তৃণমূল শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে ইডি।
শাহজাহান শেখের বিরুদ্ধে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশে পালিয়ে যেতেই পারেন তিনি। ওই সব এলাকাকে বাংলাদেশে বানিয়েছে শাহজাহান শেখ। ওখান থেকে বাংলাদেশে পালানো কোনো বিষয় নয়। এর আগেও আমরা দেখেছি, তৃণমূল কংগ্রেসের এক নেতা বিদেশে পালিয়ে গিয়েছিলো। এদের সব কিছুতেই বিদেশ কানেকশন। বান্ধবী বিদেশি, টাকা রাখে বিদেশে, সব কিছুতেই বিদেশ বিদেশ ব্যাপার।
তথ্যসূত্র: জাগোনিউজ