পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী বাংলাদেশিদের পাশে

আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস বাংলাদেশিদের ভোটার কার্ড দেয়ার বার্তা দিয়েছেন। বারাসাত লোকসভার সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিনের অনুষ্ঠানে জিওলডাঙ্গা এলাকায় কুমড়া গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান রত্মা বিশ্বাস এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন। রত্না বিশ্বাস বলেন, বাংলাদেশ থেকে যারা আসছেন ভোটার কার্ড তৈরি করতে সমস্যা হলে তারা এই অফিসে যোগাযোগ করতে পারেন।

তিনি বলেন, আমরা জানি ভোটার তালিকার কাজ চলছে। জাকির হোসেনের নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি বাস করেন। বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছেন তাদের ভোটার তালিকায় নাম তুলতে সমস্যা হলে জাকির দা’র সঙ্গে যোগাযোগ করবেন।

এ প্রসঙ্গে এক নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, এখানে ১৯৬০-১৯৬৫ সালে বাংলাদেশ থেকে আসা আত্মীয়-স্বজনদের সঙ্গে বিনিময় করেছে। তিনি যেটা বলতে চেয়েছেন তা হচ্ছে, ১৯৯০ সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল তাদের অনেকেই ভোটার তালিকা থেকে বাদ গেছেন। তিনি তাদের কথাই বলেছেন।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ