শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজভবন থেকে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন রাজ্যপাল।
গত ৯ আগস্ট কলকাতার প্রথমসারির মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজি করে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসকে ধর্ষণের পর খুনের ঘটনার উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। এই আবহে প্রতিবাদরত চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক ছাড়াও সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থনও জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাম না করে লেডি ম্যাকবেথ বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতার রাজভবন থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, রাজ্যে যা ঘটনা ঘটছে তাতে আমি রাজ্যপাল হয়ে মুখ ফিরিয়ে থাকতে পারি না।
বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি, আমি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করবো। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চে থাকবো না। কোনো সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে সেখানে আমি থাকবো না।
এরপর রাজ্যপাল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, কলকাতা পুলিশ কমিশনার এই ঘটনায় যে ভূমিকা পালন করেছেন, তা সন্দেহজনক। একপ্রকার অপরাধমূলক বলা চলে। মানুষ দাবি জানাচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার বিরুদ্ধে অবশ্যই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্ৰহন করা উচিত।
একই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেই আঙুল তুলে রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, গোটা রাজ্যের মানুষ আরজি কর ইস্যুতে বিচার চাইছেন। নির্যাতিতার পরিবার বিচার চাইছেন।
কিন্তু রাজ্যের সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের আইনের শাসন বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনিই মুখ্যমন্ত্রী। সবাইকে রক্ষা করার বদলে প্রতিবাদে নেমেছেন।
তথ্যসূত্র: জাগোনিউজ