শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
দুই নারীকে ডাইনি সন্দেহে বেধড়ক পিটিয়ে খুন করল গ্রামবাসীরা। খুনের পর দেহ দুটি সেচ নালায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমে। দুই আদিবাসী নারীকে পিটিয়ে খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃতাদের সন্তানরা।
শুক্রবার রাতে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিষরা আদিবাসী পাড়া গ্রামে। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, রাতে আচমকা দুইজনকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বাইরে বের আনে কয়েকজন গ্রামবাসী।
একটি খুঁটিতে দুইজনকে প্রথমে বাঁধা হয়। এরপর লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। মারধরের জেরে জ্ঞান হারান দুই মহিলাই। এরপর খুঁটি থেকে খুলে পাশের সেচ নালায় তাঁদের ফেলে রেখে পালিয়ে যায় সকলে।
পরিবারের অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ময়ূরেশ্বর থানার পুলিশ। নালা থেকে দুই নারীকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ডে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। ওই গ্রামে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। মৃতাদের পরিবারের দাবি, দোষীরা ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করেছে। এই ঘটনায় তাদের কড়া শাস্তি দেওয়া হোক। আরও এক মৃতার পরিবারের দাবি, দোষীদের ফাঁসি দেওয়া হোক।
তথ্যসূত্র: আজকাল অনলাইন