পশ্চিমাঞ্চল রেলের পাকশী ও লালমনিরহাট বিভাগের ৭৫৩ জন গেটম্যান বেতন পাননি ৫ মাস

আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পশ্চিমাঞ্চল রেলের পাকশী ও লালমনিরহাট বিভাগে কর্মরত ৭৫৩ জন গেটম্যানরা গত ৫ মাস ধরে বেতন পাননি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের বেতন এখনো দেওয়া সম্ভব হয়নি।

এদিকে সামান্য বেতনে চাকরিরত এসব গেটম্যানরা কখনো দিনে কখনো রাতভর তাদের দায়িত্ব পালন করেন। কিন্তু বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। ভূক্তভোগী গেটম্যানরা বলেন, শুধুমাত্র এই চাকরির ওপর নির্ভরশীল শত শত গেটম্যানরা গত ৫ মাস ধরে বেতন না পেয়ে চরম কষ্টে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে তারা নিদারুন কষ্টে দিনযাপন করছেন।

ঈশ্বরদী-ঢাকা রেলপথের শ্রীরামগাড়ী গেটের গেটম্যান ইলিয়াস আহমেদ বলেন, মাসের পর মাস বেতন না পাওয়ায় তাদের বিভিন্ন দোকানে বাকিতে সংসারের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে হয়। দোকানিরা এখন তাদের বাকিতে জিনিসপত্র বিক্রি করতে অপারগতা প্রকাশ করছেন।

এই অবস্থায় আমরা কী করবো তা ভেবে কুল পাচ্ছি না। টিপু সুলতান নামের আরেকজন গেটম্যান বলেন, প্রতি মাসে আমরা যা বেতন পাই তা দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হয়। মাসের ২০ দিন যেতে না যেতেই টান পড়ে পকেটে।

এই অবস্থায় টেনেটুনে সংসার কোনমতে চলে, কিন্তু টানা ৫ মাস বেতন না পাওয়ার কারণে আমরা চরম সংকটে পড়েছি। গেটম্যান মো. সেতু বলেন বারবার রেল কর্তৃপক্ষের নিকট ধর্না দিয়েও বেতন পাওয়ার কোন নিশ্চয়তা পাচ্ছি না।

পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রকল্প ভিত্তিতে সারাদেশে ১৫০৫ জন রেল ক্রসিং গেটম্যান নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পাকশী ও লালমনিরহাট বিভাগে গেটম্যান রয়েছেন ৭৫৩ জন। নিয়োগের পর প্রথম দিকে তাদের নিয়মিত বেতন প্রদান করা হলেও গত ২ বছর যাবত গেটম্যানদের বেতন অনিয়মিত হতে থাকে।

৯ মাস পর এ বছর মে মাসে এপ্রিল মাস পর্যন্ত বেতন প্রদান করা হয়। কিন্তু মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ৫ মাস তাদের বেতন দেওয়া হয়নি। পাকশী ও লালমনিরহাট বিভাগসহ সারা দেশের ১৫০৫ জন গেটম্যানরা কেউই গত ৫ মাস যাবত বেতন পাননি বলে নিশ্চিত করে রেল সূত্র।

এ বিষয়ে কর্মরত গেটম্যানদের দায়িত্বে থাকা পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মন্ডল বেতন প্রদান না করার কথা স্বীকার করে বলেন, রেলওয়ের একটি প্রকল্প থেকে এসব গেটম্যানদের বেতন প্রদান করা হয়।

প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বেতন দেওয়া যায়নি। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি একনেকের বৈঠকে এ মাসেই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হবে, দ্রুততম সময়ের মধ্যে বেতন প্রদান করা হবে বলে আমরা আশা করছি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ