বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর পৌর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়নটির মোহাম্মদপুর বাজারস্থ জিয়া পরিষদ কার্যালয়ে সমাবেশ শেষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল হক মমিনের সভাপতিত্বে সভায় উপস্থাপন করেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রভাষক মজিবুর রহমান। এসময় সমাবেশে প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের মাঝে ১শ টি করে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ প্রভাষক মফিজ উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মুর্তুজা, পাঁচন্দর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মোতাল্লেব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী জিল্লাহ্, সাধারণ সম্পাদক লূৎফর রহমানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।