বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাতেকে পুঁতে দিল মা-ই! শুক্রবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাট এলাকায়। অভিযোগ, পাঁচ সন্তানের পর কন্যাসন্তানকে মেনে নিতে পারেনি সদ্য মা হওয়া নারী। পরে পুলিশ মাটি খুঁড়ে সদ্যোজাতকে উদ্ধার করে। তবে শেষরক্ষা হয়নি।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে চাঁদপুর ধোপারহাট এলাকায় এক অন্তঃসত্তা শিশুকন্যার জন্ম দেন। মেয়ে হওয়ায় মা নিজেই মেনে নিতে নিতে পারেনি বলে অভিযোগ। এর পর তাকে মাটিতে পুঁতে ফেলা হয় বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই মন্দির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে। তৎক্ষণাৎ তাকে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে একরত্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
জানা গিয়েছে, ওই প্রসূতির পাঁচটি সন্তান রয়েছে। তার পর আবার মেয়ে হওয়ায় নারী নিজেই পুঁতে দেয় বলে অভিযোগ। প্রসূতি নারী এখনও চিকিৎসাধীন নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। প্রসূতির পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন