বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন শহিদ খাকান আব্বাসি। আর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর প্রায় সাত সপ্তাহ পর নওয়াজ শরিফের উত্তরসূরি হিসেবে নতুন প্রধানমন্ত্রী হবেন তার ভাই শাহবাজ শরিফ। শনিবার নওয়াজ শরিফের মুসলিম লীগের শীর্ষ নেতাদের দুই বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুর্নীতির দায়ে শুক্রবার পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করলে পদত্যাগ করেন তিনি। পদের শূন্যতা পূরণে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠত দল হিসেবে নতুন প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ।
তবে নওয়াজ শরিফের ছোট ভাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ-ই হবেন সরকারের বাকি মেয়াদে প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে আগে তাকে পার্লামেন্টারি আসনে নির্বাচনে করে জিততে হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সংসদীয় আসনে উপনির্বাচন করবেন শাহবাজ শরিফ। ওই আসনে নওয়াজ পরিবারের শক্তিশালী অবস্থান থাকায় ধরে নেওয়া হচ্ছে সেখানে তিনি বিজয়ী হবেন এবং তারপর হবেন প্রধানমন্ত্রী। সেই নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী খাকান আব্বাসি। শনিবার দলীয় প্রধান নওয়াজ শরিফের সভাপতিত্বে দুটি পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি অনানুষ্ঠানিক ও একটি অনুষ্ঠানিক বৈঠকে নওয়াজ শরিফের উত্তরসূরি হিসেবে শাহবাজ শরিফের পক্ষে একাত্মতা প্রকাশ করেছে দলের শীর্ষ নেতৃত্ব। ২০১৮ সালে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শাহবাজ শরিফ। তবে তার আগে প্রায় সাত সপ্তাহ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকবেন খাকান আব্বাসি। শনিবার তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য শাহবাজ শরিফকে প্রাদেশিক পরিষদের আসন ছেড়ে দিতে হবে এবং তার আসনেও নতুন কোনো প্রার্থী দিতে হবে নওয়াজ শরিফের মুসলিম লীগকে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের উত্তরসূরি হিসেবে মুস্তবা সুজাউর রেহমানের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি প্রাদেশিক সরকারের শুল্ক ও করমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ডন অনলাইনে এ খবর জানালেও দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসে নি। রাইজিংবিডি