পাকিস্তানের চিত্রলে তুষারধসে শিশুসহ নিহত ১৪

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল জেলায় তুষারধসের একটি ঘটনায় ছয়টি শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার চিত্রলের শেরশাল এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ডননিউজ।
চিত্রলের স্কাউট কমানড্যান্ট কর্নেল নিজামুদ্দিন শাহ জানিয়েছেন, তুষারধসে ২৫টি বাড়ি চাপা পড়েছে এবং পাঁচটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপ থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে ছয়জন নারী, ছয়টি শিশু ও দুজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।  তুষারধসে মোট কতজন চাপা পড়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
চিত্রলের জেলা নাজিম মাগফিরাত শাহ জানিয়েছেন, গত দুইদিন ধরে ওই এলাকায় ব্যাপক তুষারপাত হওয়ায় বেশ কয়েকটি পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিল, রয়ে যাওয়া পরিবারগুলো তুষারধসের শিকার হয়েছে।- বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ