বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। এরপর তিনদিন পেরোতেলেও এখনো সব আসনের ফল ঘোষিত হয়নি। প্রাথমিক ফলাফল অনুযায়ী ইমরান খানের সমর্থক স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। কিন্তু সেটি সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।
তাছাড়া, কোনো দলের পতাকা তলে না আসলে সংরক্ষিত আসন পাওয়া কিংবা পার্লামেন্টে বিরোধী দল হওয়ার সুযোগও হারাবেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এই পরিস্থিতিতে অন্য কোনো নিবন্ধিত রাজনৈতিক দলে যোগ দেয়া ছাড়া কার্যত আর কোনো পথ খোলা নেই ইমরানপন্থি এসব প্রার্থীর। সেটি বুঝে এরই মধ্যে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমীন (এমডব্লিউএম) নামে একটি দলের সঙ্গে সমঝোতা করে ফেলেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির মুখপাত্র রউফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ মাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে রউফ জানান, তারা পাঞ্জাবে সরকার গঠনের চেষ্টা করবেন। এছাড়া, খাইবার পাখতুনখোয়ায় (কেপি) সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতাও দলটির রয়েছে বলে দাবি করেছেন তিনি।
পিটিআই’র কাছ থেকে অন্তত ৬০টি আসন ছিনিয়ে নেয়া হয়েছে অভিযোগ করে রউফ বলেন, এ বিষয়ে নির্বাচনি ট্রাইব্যুনাল, এমনকি প্রয়োজনে আদালতে যাবে পিটিআই।
পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি ৭০টি সংরক্ষিত আসন, যার মধ্যে ৬০টি নারীদের এবং ১০টি অমুসলিমদের জন্য। এবার একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় মোট ২৬৫ আসনের ফলাফলের ওপর নির্ভর করতে হচ্ছে দলগুলোকে। নির্বাচনে বিজয়ী হতে অন্তত ১৩৪টি আসন পেতে হবে তাদের।
বাংলাদেশ সময় রোববার সকাল ১১টার দিকে এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্য বলছে, ভোট হওয়া ২৬৫ আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছেন। তারা জিতেছেন ৯৩টি আসনে।
এরপর ৭৩টি আসনে জিতেছে নওয়াজ শরিফের মুসলিম লীগ (পিএমএল-এন)। ৫৪ আসনে জিতে তৃতীয় স্থানে রয়েছে বিলওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি।
পিটিআই’র সঙ্গে সমঝোতা করা এমডব্লিউএম জিতেছে মাত্র একটি আসনে।
পাকিস্তানের সংবিধান মতে, স্বতন্ত্ররা তিন দিনের মধ্যে যেকোনো দলে যোগ দিয়ে সরকার বা বিরোধী দল গঠনে ভূমিকা রাখতে পারবেন।
বিজয়ী ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা এমডব্লিউ-এমের ছাতার নিচে জড়ো হয়ে সরকার গঠন করতে না পার-লেও শক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হতে পারেন বলে শোনা যাই।
তথ্যসূত্র: জাগোনিউজ