পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত, বাংলাদেশের পকেটে ১ পয়েন্ট

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টস পর্যন্ত হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাতে কোনো ম্যাচ না জিতেও দুই দলই পেয়েছে ১টি করে পয়েন্ট। এর আগে ভারত-নিউ জিল্যান্ডের কাছে হেরে দুই দলই ছিটকে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এটি ছিল নিয়মরক্ষার ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেছে আয়োজক পাকিস্তান ও বাংলাদেশ। এ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়ায় ম্যাচের টস হতে দেরি হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি পরিত্যাক্ত হওয়ার শঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তার আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। পুরো মাঠ ঢাকা রয়েছে কাভারে। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী এখন বৃষ্টি হচ্ছে না। ৩টায় পর্যবেক্ষণ করবেন ম্যাচ অফিসিয়ালরা।
তথ্যসূত্র: রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ