পাকিস্তানে ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২

আপডেট: এপ্রিল ১, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



পাকিস্তানের উত্তরপশ্চিমের আফগান সীমান্তবর্তী একটি শহরে মসজিদের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। স্থানীয় রাজনৈতিক কর্মী ইকরামুল্লাহ খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “নিহতের সংখ্যা বেড়ে ২২ হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পারাচিনার শহরের সেন্ট্রাল বাজারে শিয়াদের একটি মসজিদে নারী মুসুল্লিদের প্রবেশ দ্বারের কাছে ওই বিস্ফোরণ ঘটে। জুমার নামাজ আদায় করতে সেখানে অনেক মানুষ জড় হয়েছিল। এর আগে পার্লামেন্ট সদস্য সাজিদ হুসাইন তুরি নিহতের সংখ্যা ১১ বলে জানিয়েছিলেন।
সাজিদ বলেন, “এটা আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী ভিড়ের মধ্যে হামলা চালায়। খুব সম্ভবত মসজিদে আসা নারীরা তার লক্ষ্য ছিল।”
“হামলায় ১১ জন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসক মুমতাজ হুসাইন রয়টার্সকে বলেন, “আমাদের এখানে পাঁচটি মৃতদেহ আনা হয়েছে, যার মধ্যে একজন নারী ও দুইটি শিশু।”
“এ ছাড়াও এখন পর্যন্ত আহত প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্সে করে তাদের এখানে আনা হয়। আহতদের জন্য জরুরি রক্তের আবেদন করা হয়েছে।”
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।- বডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ