সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পুলওয়ামা হামলার জবাব দিতে এর আগে পাকিস্তানের বালাকোটে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। এবার পাকিস্তানে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালাল ইরান। বালুচ জঙ্গিদের হাতে বন্দী দুই সীমান্তরক্ষীকে ছাড়িয়ে আনল।
ইরানের রেভলিউশনারি গার্ড (আইআরসিজি) একটি বিবৃতি দিয়েছে। তাতে জানিয়েছে, দক্ষিণ পূর্ব ইরানের কুদ বেসের সেনা মঙ্গলবার রাতে সফল সার্জিকাল স্ট্রাইক চালায়। দু’জন বন্দিকে ছাড়িয়ে আনে। আড়াই বছর আগে এই দু’জনকে অপহরণ করে জইশ উল–আদল সংগঠন।
পাকিস্তানের বালুচিস্তানে ঘাঁটি এই সংগঠনের। ইরানে বালুচ সুন্নিদের অধিকার রক্ষার জন্য লড়াই করে বলে দাবি এদের। ইরান সরকারের বিরুদ্ধে বারবার অস্ত্র তুলেছে। সেদেশের সরকার আগেই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
২০১৮ সালের ১৬ অক্টোবর ইরানের ১২ জন নিরাপত্তারক্ষীকে অপহরণ করে জইশ উল–আদল। ১৫ নভেম্বর পাঁচ জন রক্ষীকে মুক্তি দেয় সংগঠনটি। ২০১৯ সালের ২১ মার্চ আরও চার ইরান রক্ষীকে উদ্ধার করে পাক সেনা। এবার দু’জনকে ছাড়িয়ে নিয়ে গেল ইরান সেনা।
তথ্যসূত্র: আজকাল