পাকিস্তানে জঙ্গি হামলায় ১৫ জন নিহত

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ১:১৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :পাকিস্তানে একটি জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৯) গভীর রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশে এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনি। নিহতদের মধ্যে ২জন বেসামরিক এবং ৪ জন আইন প্রয়োগকারী এজেন্ট রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ দিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনির আইএসপিআর জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীসহ জঙ্গিরা বেলুচিস্তানের মাচ ও কোলপুর কমপ্লেক্সে হামলা চালায়। এতে ৩ আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত ৯ জঙ্গি নিহত হয়েছে।

আইএসপিআর জানায়ং, ‘স্থানীয় নিরাপত্তা বাহিনিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। পরবর্তী অভিযান পরিচালনা করেছেন তারা।’
এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এটি বেলুচিস্তানের বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে অন্যতম।

গোষ্ঠীটি পার্বত্য ও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের স্বাধীনতার জন্য যুদআধ করছে। ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন