পাকিস্তানে জোট সরকার গঠনে তৎপরতা তুঙ্গে

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :পাকিস্তানে নতুন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। জোট সরকার গঠনে পাকিস্তান মুসলিম লিগ-পিএমএল নওয়াজ গোষ্ঠীর প্রধান, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁর ভাই শাহবাজ শরিফকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেন।

অন্যদিকে, পাকিস্তান পিপলস্ পার্টি, পিপিপি-র বিলাওয়াল ভুট্টো লাহোর এবং ইসলামাবাদে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করবেন।
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই দেশজুড়ে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ করছে।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ২৬৫-টি আসনের মধ্যে ১০১-টি আসনে নির্দল প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল-পিটিআই-এর সমর্থিত।
পিএমএল নওয়াজ গোষ্ঠী-৭৫-টি এবং পিপিপি ৫৪-টি আসনে জয় পেয়েছে। ভোট গণনা শেষে পাকিস্তানের নির্বাচন কমিশন বিভিন্ন বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট বুথগুলিতে অনিয়মের কারণেই এই সিদ্ধান্ত বলে কমিশন জানিয়েছেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন