মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
পাকিস্তানে সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন সেনা আহত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ওই হামলার ঘটনা ঘটে ।
সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকা জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বহরের ওপর আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটেছে। বিষয়টি একাধিক সরকারি সূত্র নিশ্চিত করেছে। আহত অন্তত ৩ জনের অবস্থা ‘গুরুতর’ বলেও জানিয়েছেন তারা।
সেনাবাহিনির মিডিয়া শাখা ওই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সরকারবিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। ওই সাথে আফগানিস্তানের তালিবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়।
আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরস্তানসহ বান্নু এবং এর আশেপাশের এলাকায় নিয়মিত জঙ্গি হামলার ঘটনা ঘটে। পাকিস্তান অভিযোগ করছে, দু’বছর আগে আফগানিস্তানে ইসলামপন্থী তালিবান ক্ষমতাসীন হওয়ার পর থেকে পলাতক জঙ্গিরা সে দেশের আশ্রয়ে থেকে সহিংস হামলা চালাচ্ছে।
পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত সহিংসতায় ২ হাজার তিনশোরর বেশি পাকিস্তানি নিহত হয়েছেন- যাদের বেশির ভাগ নিরাপত্তা বাহিনির সদস্য। ফলে আফগানিস্তানের তালিবান সরকারের সাথে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র: রাইিজিংবিডি