পাকড়ী ইউনিয়নে মাহির নির্বাচনী প্রচারণা

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ৯:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মাহিয়া মাহি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিভিন্ন এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রাতীকে ভোট চেয়েছেন। এসময় মাহির সাথে ছিল তার কর্মী সমর্থকরা।

জানা গেছে, সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক পাওয়ার পরে বিকেলে মাহি নিজের সংসদীয় আসন তানোর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালান। প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার পাচন্দর ইউনিয়নের পুন্দাইন (গুড়ইল) সাঁওতালপল্লীতে যান। সেখানে মাহি নিজ প্রতীকে সবার থেকে ভোট প্রার্থনা করেন।

পাচন্দতে নির্বাচনী প্রচারণা শেষে রাত আটটার দিকে মুন্ডুমালায় নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মাহি। এসময় তিনি ভোটাদের থেকে ট্রাক প্রতীকে ভোট চান।
প্রার্থী মাহি জানায়, আগে তো সিনেমার পোস্টার দেখতাম, এখন আমি রাজনৈতিক পোস্টার দেখছি। এটা ভালো লাগার বিষয়। বলে বুঝানো যাবে না। ভোটররা চাই একটা পরিবর্তন। যেহেতু ভোটাররা আমাকে আগে থেকে চেনে। তাই তাদের কাছে গিয়ে ভোট চাইতে সমস্যা হচ্ছে না। সবমিলে ভোটারদের ভালো সাড়া পাচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ