সোনার দেশ ডেস্ক
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ১৭টি পণ্যবাহী ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলসহ ডুবে গেছে আমানত শাহ নামে একটি ফেরি।
বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
তিনি বলেন, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে করে পাটুরিয়া ঘাটের ৫ নং ফেরিঘাট নৌঙর করে বড় আকারে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই-থেকে তিনটি যানবাহন নামার পরই ডুবে যায় ফেরিটি। এ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। ফেরিটিতে ১৭ টি ট্রাক ছিল, এছাড়া ৫-৬ টি মোটরসাইকেলও ছিল বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, তাদের দুটি টিম ঘটনাস্থলে কাজ করছে, ঢাকা থেকে আরও দুটি টিম আসছে বরেও জানান তিনি।- ঢাকা ট্রিবিউন