পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নতিকরণে ওয়াসার কর্মশালা

আপডেট: মার্চ ৪, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:পানি সরবরাহের নেটওয়ার্ক উন্নতিকরণে কর্মশালা করেছে ওয়াসা। সোমবার (৪ মার্চ) নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এসএম তুহিনুর আলম (যুগ্ম সচিব), উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) আল্লা হাফিজ, প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ, আইডাবলুএমের পরিচালক সোহেল মাসুদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা অংশগ্রহণ করে।
রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যাল, রুয়েটসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাজশাহী ওয়াসা সমীক্ষা প্রকল্পের মাধ্যমে নগরের সকল জনগোষ্ঠীর জন্য এসডিজি লক্ষ্য- ৬ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা। নন-রেভিনিউ ওয়াটারের পরিমাণ ৩৪% থেকে ১০% এ কমিয়ে আনা এবং একই সাথে রাজশাহী ওয়াসার আর্থিক ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে । সমীক্ষা প্রকল্পটি আগামী অক্টোবরের মধ্যে সমীক্ষা কাজ সম্পন্ন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ