পাবনায় অর্ধশত গাভী গরু ও শতাধিক সেলাই মেশিন বিতরণ

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি


পাবনায় বিদেশী উন্নয়ন সংস্থা ‘রিপাবলিক অফ তুর্কি মিনিস্ট্রি অফ কালচার এন্ড টুরিজম’ (টিকা)’র সহযোগিতায় শতাধিক নারীকে সেলাই মেশিন ও অর্ধশত কৃষকদের মাঝে গাভী গরু বিতরণ করা করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে পাবনা সদরের কুঠিপাড়া এলাকায় আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে এই উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়।



আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস (এবি) ট্রাস্টের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম।

উপস্থিত ছিলেন টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আলী আর্মান।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরজুমান আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতালাসহ স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাবনাতে এই প্রথমবারেরমত তুর্কি প্রতিষ্ঠান টিকা আত্মমানবতার কল্যাণে দরিদ্র অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নারীদের জন্য সেলাই মেশিন ও কৃষক ও কৃষাণীদের জন্য উন্নত জাতের গাভী গরু বিতরণে আর্থিক সহযোগিতা করেন।

এসময় টিকার কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ উপকারভোগীদের উদেশ্যে বলেন, এই উপহার আমরা তোমাদের দিয়েছি যাতে তোমরা নিজেরা উদ্যোগী হয়ে কাজ শিখে নিজের আয়ে চলতে পারো। আর উন্নত জাতের গাভী গরু লালন পালন করে দুধ থেকে থেকে তোমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারকে সহযোগিতা করতে পারবে। তবে আমরা দেখতে চাই তোমরা আমাদের এই সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছো। যদি কেউ আরো এগিয়ে যেতে চাও আমাদের প্রতিষ্ঠান টিকা তোমাদের পাশে থাকবে। আগামীতে তোমাদের উন্নত জীবন ধারনের জন্য আমরা তোমাদের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version