পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

আপডেট: জুন ১৪, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

গ্রেফতারকৃত সাব্বির হোসেন

পাবনা প্রতিনিধি:


পাবনায় দেশে তৈরি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড কার্তুজসহ সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) দিনগত রাত আড়াইটার দিকে পাবনা সদর উপজেলার মাসুম বাজার এলাকার তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির হোসেন সদর উপজেলার মাসুম বাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করতেন মর্মে পুলিশের কাছে তথ্য ছিলো। গতরাতে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিক এর পাশে (মাসুম বাজার সংলগ্ন) তালিমুদ্দিন একাডেমী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান, ১২ বোরের ছয় রাউন্ড কার্তুজ ও একটি নোকিয়া ফোন জব্দ করা হয়। পরে এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।
এসআই সবুজ সাহা আরো জানান, অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে সাব্বিরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ