পাবনায় দশদিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু ৩১ অক্টোবর

আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ


পাবনা প্রতিনিধি :


শুক্রবার (৩১ অক্টোবর) পাবনায় শুরু হচ্ছে তৃতীয়বারের মতো দশদিনব্যাপী উদ্যোক্তা মেলা।
পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলার আয়োজন করেছে ফেসবুক গ্রুপ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন অল ইন ওয়ান প্লাটফর্ম।

উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন।

অল ইন ওয়ান প্লাটফর্মের চিফ অ্যাডমিন নাজনিন খান কেয়া জানান, মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বাড়িতে তৈরি খাবার, ফুচকা, পানি পুরি, হস্ত শিল্প, ছোট ও বড়দের বিভিন্ন রকমের পোশাক, গহনা, কসমেটিক, বনজ গাছ, শীতের চাদর থেকে শুরু করে সকল ধরনের পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা থাকবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ